Posts tagged resign

রিজাইন দেয়ার পূর্বে

নাজমুল সাহেব বর্তমান দায়িত্ব নিয়ে বেশ বিরক্ত। কোম্পানিকে তার পক্ষে আরও বেশি দেয়ার সুযোগ আছে। কিন্তু ভালো দায়িত্ব পাচ্ছেননা। একই পদবীতে অনেক দিন। রিজাইন দিতে তার ইচ্ছে হয়। কিন্তু পরিচিত পরিবেশ ছাড়তে মনও সায় দেয়না।
লোকে যখন চাকুরির অফার পায় তখন বর্তমান চাকুরি ছেড়ে দেয়। কারণ অন্য কোম্পানিতে ভাল স্যালারি বা দায়িত্ব পেতে আগ্রহী হয়। তবে বর্তমান চাকুরি ছেড়ে দেয়ার পূর্বে বর্তমান দায়িত্ব নিয়ে আপনার বসকে অবহিত করুন । আপনি তাকে জানান আপনি এখানে আর একটু উন্নতি আশা করেন। বৃহৎ দায়িত্ব পেতে চান। হয়ত আপনার ব্যাপারে ভালো কোন চিন্তা কর্তৃপক্ষ করতে পারেন। অফার হাতে রেখেই আপনি কর্তৃপক্ষকে জানাতে পারেন। আপনি যদি দায়িত্বশীল বা ত্যাগী অফিসার হন, বর্তমান বস আপনাকে হারাতে চাইবেনা। আপনি নতুন কোন ভাল দায়িত্ব পেতে পারেন।