ছোটবেলায় হাতের লিখা সুন্দর করতে হোম টিউটর যে কটি লাইন বেশি লিখত তার মধ্যে ছিল Don’t tell a lie । টিউটর একদিকে নীতি শিক্ষা দিতেন । অন্য দিকে লেখা সুন্দর করার সাধনা চালাতেন। আজকাল তো মিথ্যা কথা প্রমাণ হলে বন্ধু-বান্ধব বলে, এই একটু চাপা মারলাম। তো মিথ্যা বলা বা চাপা মারা/ সত্য এড়িয়ে চলার অভ্যাস থেকে অফিসের বড় স্যারের নিকট আপনার অবস্থান নষ্ট হতে পারে।
পশ্চিমা লেখক Chris Haroun মিথ্যা শনাক্ত করার কয়েকটি টিপস দিয়েছেন যেমন:
১. একজন মিথ্যাবাদী প্রশ্নের দীর্ঘ উত্তর প্রদান করে। সরাসরি হ্যা অথবা না বলেনা
২. উত্তর দেয়ার সময় আই কন্ট্যাক্ট করেনা
৩. কথা বলার সময় মুখে হাতে দিয়ে থাকে
৪. এ সময়ে তার পা নাড়াচাড়া করে
Subscribe
0 Comments