লোকে আপনাকে সার্বক্ষণিক দেখছে। বহু চোখ আপনার উপর। আপনি যদি লিডার হন, লোকে আপনাকে মিনিটে মিনিটে সাইজ করছে। আবার কখনও কখনও আপনাকে দেখে শিখছে। প্যান্টের ময়লা পকেট কিংবা শার্টের ময়লা কলারও আপনার রুচি প্রকাশ করছে। আপনার অ্যাপিরিয়েন্স আপনার কোম্পানির লোগোকে প্রেজেন্ট করে। আপনি কি ধরণের পোশাক পরেছেন-মানুষ খেয়াল করছে এবং এই বিষয়ে আপনার বসও লিগ্যালি আপনাকে কিছু বলবেনা।
ফিজিক্যালি আপনি কিভাবে পরিচালিত হবেন, আপনার ম্যানার কিরূপ হবে, কিভাবে চোখ দিয়ে তাকাবেন, কখন মাথা ঝাকাবেন, ভয়েস কতটা মৃদু হবে। হ্যা কিছু বিষয় আল্লাহ প্রদত্ত। যেমন:আপনার উচ্চতা, কালার, সৌন্দর্য । আপনি কিভাবে এগুলোকে সুন্দরভাবে ব্যবহার করবেন,সিদ্ধান্ত আপনার। কসমেটিক বিশ্বে একটি বিখ্যাত কথা হল- There are no ugly women, only lazy ones.
Subscribe
0 Comments