অফিসে অনেক ট্যালেন্ট লোক আছেন যারা একইসাথে দায়িত্বশীল, প্রচুর কাজ করেন কোনরূপ অলসতা না করে । যথাসময়ে অফিস ত্যাগ করতে গেলে বস রেগে যান। বস জানেইনা আপনি সারাদিন কী করেছেন? এজন্য বসের রুমে প্রবেশ করুন। প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করুন, আইডিয়া শেয়ার করুন। হয়ত , আপনি যে প্রক্রিয়ায় কাজটি করেছেন, বসও সেভাবেই ভাবছেন। এতে বস খুশি হবে। নিজেকে উপস্থাপনও করা হবে। তবে হ্যাঁ কাজ না করে শুধু উপস্থাপন করলে একদিন ফাঁকি ধরা পড়ে যাবে। এতে হিতে বীপরীত হতে পারে।
চলুন নিজেকে উপস্থাপন করি

Nice Article
nice