কর্পোরেট প্রতিষ্ঠানের সকলে কি শতভাগ ঢেলে কাজ করেন? অনেকেই করেন। আবার কেউ কেউ করিনা। এই না করার কারনে পাশের কলিগদের উপর চাপ পড়ে। টোটাল প্রোডাক্টিভিটিতে প্রভাব পড়ে।
The New York Times এর কলামিস্ট Thomas Friedman এর বিখ্যাত একটা উক্তি শুনুন-অতীতে কর্মীদের অ্যাভারেজ স্কিল ছিল। তারা অ্যাভারেজ চাকরি করতো। উপভোগ করতো অ্যাভারেজ লাইফস্টাইল। কিন্তু অ্যাভারেজ এর দিন শেষ। সস্তায় রোবট, সস্তায় সফটওয়্যার, সস্তায় অটোমেশন, সস্তায় স্কিলড জনশক্তির যোগান চাকরির বাজারকে জটিল করে তুলছে। কোন ফিল্ডে আপনি আছেন সেটি বিষয় নয়। আপনি সে ফিল্ডে নিজেকে যোগ্য করে তুলতে পারছেন কিনা? আমাদের চেষ্টা করে যাওয়া উচিত কিভাবে যার যার জায়গায় অসাধারণ অবদান রাখা যায়। ভ্যালু এড করা যায়। নিজেকে আলাদাভাবে প্রকাশ করা যায়। আসুন অ্যাভারেজ কাজ-কর্মের সাথে বাড়তি কিছু যোগ করি। কোম্পানিকে এগিয়ে নিয়ে যাই।
Subscribe
0 Comments