একটুখানি গল্প আর প্রোডাক্টিভিটি

কি ব্যাপার, আপনি আজকের ক্লিয়ারিংয়ে চেকটা পাঠালেননা কেন? ব্রাঞ্চ ম্যানেজার জানতে চাইলেন একটু রূঢ়ভাবে। মিস্টার রবিন আমতা আমতা করে বললেন, স্যার ভুল হয়ে গেছে। ক্লায়েন্ট আসলে শেষ সময়ে এসেছিল তাই ধরাতে পারেনি। কিন্তু উনি তো বলছেন সময় থাকতেই জমা দিয়েছেন। একটু যতœবান হোন কাজের প্রতি। যা হোক মন খারাপ করবেননা। ক্লায়েন্টরা সামান্য বিষয়েও ছাড় দিতে চায়না। আমি তার নিকট স্যরি বলেছি। বললেন ম্যানেজার।

অনেকদিন পর একজন ফ্রেন্ড মিস্টার রবিনের সাথে দেখা করতে এসেছে। চায়ের ফাঁকে মাত্র ১০ মিনিট গল্প হয়েছিল। গল্পের তালে মিস্টার রবিন শেষ দিকে জমা পড়া কয়েকটি চেক ক্লিয়ারিং দিতে ব্যর্থ হয়।

এভাবে যারা অপরিকল্পিতভাবে আপনার অফিসে নন-বিজনেস ইস্যুতে আসে, অফিসের স্বার্থে এইজাতীয় লোকজনকে পরিহার করা উচিত। কলিগ বা সুইপারভাইজার সরাসরি কেউ আপনাকে হয়ত কিছু বলবেনা। কিন্তু আপনার রেপুটিশনে এটি প্রভাব ফেলবে। সবার নিকট অফিস তো কাজের জায়গা। বন্ধু- বান্ধবকে অফিস শেষে সুবিধাজনক জায়গায় দেখা করতে বলুন। অনাকাঙ্খিত কেউ যদি এসেই পড়ে, মন খারাপ না করে কোন টেকনিক বের করুন যাতে তারা কষ্ট না পায়। দিনশেষে বা মাসশেষে আপনার কাজ/টার্গেট আপনাকেই সম্পন্ন করতে হবে। বিষয়টি সরাসরি প্রোডাক্টিটিভিটির সাথে জড়িত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments