প্রতিদিন নতুন টেকনোলজি আসছে। এইগুলো সম্পর্কে জানতে হবে। আমাকে, আপনাকে, সকলকে। সেভাবে প্রস্তুত হতে হবে। ইউটিউট ঘেটে এর ব্যবহার জানতে হবে অথবা উপযুক্ত প্রতিষ্ঠান হতে ট্রেনিং নিতে হবে। একসময় ছিল টেলিফোন, তারপর ফিচার ফোন, টাচ ফোন, এখন স্মার্ট ফোন। প্রত্যেকটি টেকনোলজিতে অভ্যস্ত হতে হবে,user friendly হতে হবে। আজ প্রযুক্তিকে দূরে ঠেলে দিলে, প্রযুক্তিও আপনাকে দূরে ঠেলে দেবে। তবে অফিসে সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকুন। কারণ অফিসের প্রোডাক্টিভিটিতে (productivity) প্রভাব পড়ে।
একইসাথে আপনার ক্যারিয়ারেও । আপনার কলিগই বসকে রিপোর্ট করবে আর বসের নিকট আপনার ত্রুটি বলে সে ক্রেডিট নিবে। আপনি তাকে সে সুযোগ দিতে পারেননা।