চাকরি হারালেই সব শেষ নয়

চাকরি হারিয়েছেন কিন্তু পরবর্তীতে ভিন্ন ইতিহাস তৈরি করেছেন এরূপ কিছু মানুষ আমাদের জন্য ইন্সপায়ারেশন হতে পারে।

Julia Carolyn Child লস অ্যাঞ্জেলসে হোম ফার্নিচার কোম্পানির অ্যাডভারটাইজিং ম্যানেজার ছিলেন। কয়েক মাস পরই তার চাকরি চলে যায়। কিছুদিন গবেষণা সহায়ক হিসেবে স্বেচ্ছাসেবী ছিলেন। অতপর ফ্রেঞ্চ রান্না শিখেন। আমেরিকানদের জন্য লিখেন ‘মাস্টারিং দ্য আর্ট অব ফ্রেঞ্চ কুকিং’ এবং এ বিষয়ে টিভিতে অনুষ্ঠান করেন। হয়ে উঠেন বিখ্যাত টেলিভিশন আইকন।

পাবলিকেশনে কর্মরত ওয়াল্ট ডিজনি তার অ্যানিমেশননের প্রথম চাকরি হারান এইজন্য যে, তার নিকট ভালো আইডিয়া নেই । তিনি এবং তার কয়েক ভাই মিলে গড়ে তুলেন ডিজনি ব্রাদার্স স্টুডিও। ‘মিকি মাউস‘ ও ‘ডিজনিল্যান্ড’ সৃষ্টি করে বিশ্বখ্যাত হয়ে আছেন তিনি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর লন্ডন অফিসে প্রশাসনিক সহকারী ছিলেন জে কে রাওলিং। অফিসের কম্পিউটারে ব্যক্তিগত লেখালেখির করতে গিয়ে চাকরি হারান। পরবর্তীতে সৃষ্টি করেন বিখ্যাত হ্যারি পটার সিরিজ। তিনি এখন মাল্টিবিলিওনিয়ার লেখক।

অপরাহ উইনফ্রে ছিলেন নিউজ রিপোর্টার। বাল্টিমোর টিভি স্টেশনের প্রডিউসার তাকে সেখান থেকে সরিয়ে দেন, কিন্তু ডে টাইম টিভি শো এর উপস্থাপনার জন্য অফার করেন। বাকিটা ইতিহাস। তিনি এখন টেলিভিশন আইকন। ৩ বিলিয়ন ডলারের মালিক।

Sallie Krawcheck ২০১১ সালে নতুন সিইও কর্র্তৃক সংস্কারের অংশ হিসেবে Bank of America থেকে অব্যহতি পান। তখন তিনি ইনভেস্টমেন্ট ম্যনেজমেন্টে ডিভিশনের প্রধান ছিলেন। পরবর্তীতে আমেরিকান নারীদের জন্য Ellevest নামক একটি ডিজিটাল ইনভেস্টমেন্ট প্লাটফর্ম প্রতিষ্ঠা করেন। তার টার্গেট ছিল নারীদের ফাইন্যান্সিয়াল লক্ষ্যগুলোকে সফলতায় রূপ দেওয়া। সিকিউরিটিজ ইন্ডাস্ট্রির রিসার্চ অ্যানালিস্ট হিসেবে তার খ্যাতি রয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments