৩০ মিনিট পূর্বেই অফিসে

চিন্তা করুন, আপনি অফিসের বস অথবা কোম্পানির মালিক। আপনার অধীনস্থ কর্মকর্তা বা কর্মচারী নির্ধারিত সময়ের চেয়ে ২০/৩০ মিনিট দেরি করে আসেন। আবার দিনশেষে ১ ঘন্টা অতিরিক্ত কাজ করেন, এটা কি আপনার খুব পছন্দ হবে? নাকি আপনার ইমপ্লয়ি অফিস টাইমের ৩০ মিনিট পূর্বে এসে উপস্থিত হলে বেশি খুশি হবেন? মনে রাখবেন অফিসে পৌছানোর ব্যাপারে সময়ানুবর্তিতা থাকা ক্যারিয়ারের জন্য জরুরি। অনেকে বলতে পারেন, আগে অফিসে এলে, বস দেখামাত্র কাজ ধরিয়ে দিতে পারে। এটি তো ভালো। আপনি বসের নিকটবর্তী হলেন। প্রমোশনে এগিয়ে গেলেন। আর যদি বস কাজ নাও দেয় তাহলে আপনি নিজের মতো করে সারাদিনের প্লান করলেন। অবশ্য অফিসের বেশিরভাগ ইমপ্লয়ি তো ১৫ মিনিট পূর্বেই হাজির হোন। আপনি না হয় অতিরিক্ত আরো ১৫ মিনিট পূর্বে হাজির হলেন। ।ব্যতিক্রম আপনাকে হতেই হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments