গত বছর মাঝবয়সী একটা গ্রুপের সাথে মর্নিং ওয়াক শুরু করেছিলাম। তবে সেটি হেলে-দুলে নয়। ঘাম ঝরানো হাটা। বড় বড় কদম ফেলে। কয়েকদিন ধরে খেয়াল করলাম সিনিয়র এই ব্যক্তিদের গতির সাথে আমার তাল মেলাতে কষ্ট হচেছ। এর মধ্যে ২ জনের সাথে কোনভাইে পেরে উঠছিনা। তারা ২ জনই আমার থেকে প্রায় ১০-১৫ বছরের বড়। একজন ১০ হাজার শ্রমিক নিয়ে পরিচালিত গার্মেন্টস কোম্পানির মালিক। অন্যজনের ফ্যাক্টরিতে ৩ হাজার শ্রমিক কাজ করে। চিন্তার জগতে আলোড়ন ! এই গতি দিয়ে তো তারা বাজিমাত করেছে। প্রতি সেকেন্ডে তারা এগুচ্ছেন। পাশের লোকগুলোর সাথে তাদের ক্রমশ গতির পার্থক্য তৈরি হচেছ। প্রাপ্তির পার্থক্য তৈরি হচ্ছে। বিষয়টি তাদের নিকট শেয়ার করলাম। দেখলাম খুব মজা পেলেন। যেন তৃপ্তির হাসি। সফলতার হাসি।
Subscribe
0 Comments