শুধু অর্ডার পালন নয়, ভালোবেসে কাজ করি

আসুন যখন যে কাজটা করি তা উপভোগ করি। আপনি যদি আনন্দ নিয়ে কাজ করেন, কাজটি সুন্দর হবে। কাজ আপনার নিকট বোরিং মনে হবেনা। গল্পটি আমার এক বন্ধুর বলা- ইউনিভাার্সিটির কোন ডিপার্টমেন্টে তার ১ম ক্লাস। শিক্ষক জিজ্ঞেস করছেন, কারা কারা স্ব-ইচ্ছায় সাবজেক্টটি নিয়েছেন। কেউ হাত তুললোনা। তিনি বললেন,তার মানে উপায় নাই দেখে এই সাবজেক্ট নিয়েছেন। ওকে ! আইস্যা যখন পড়ছেন,ভালোবাইস্যা ফেলেন।
অতএব নিরানন্দময় সাবজেক্ট পড়ে আপনি গ্রাজুয়েট হয়েছেন যেভাবে, চাকুরি প্রস্তুতিমূলক নলেজ আহরণ করেছেন যেভাবে, ঠিক সেভাবে সুন্দর আগামী সাজাতে নন-ইন্টারেস্টিং কাজকেও ভালোবাসুন। আর ইন্টারেস্টিং কাজের অপেক্ষায় থাকুন। নিশ্চয় সুন্দর হবে আপনার আগামী। ভালো হয়ে উঠুন বসের কাছে।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments