বিশ্বজুড়ে প্রতিটি ইন্ডাস্ট্রিতে মেশিন চাকরি করছে। শুধু করছেনা মেশিনগুলো দক্ষতার সাথে নিপুণভাবে কাজ করছে। যেকাজগুলো আগে মানুষ করতো। আমরা ক্রেডিট কার্ডে টাকা তুলছি। মেশিনে টাকা জমা হচ্ছে। হোয়াটস অ্যাপে ব্যাংকিং তথ্য জানছি। ডাক বিভাগের জায়গায় ই-মেইল রিসিভ করছি চোখের পলকে। অথচ কেউ কেউ এই পজিশনগুলোতে চাকরি করতো। পরিবর্তনের সাথে অ্যাডপ্ট হওয়াটাই যথেষ্ট নয়। আমাদের এমন কোন উপায় বা পথ খুজে বের করতে হবে যেটি সহজে অটোমেটেড করা যাবেনা। প্রতিনিয়ত লার্নিং এর মধ্যে থাকলে আমরা নতুন উপায়ের খোঁজ পেতে পারি। আরও বেশি এক্সপার্ট হতে পারি। কিছুক্ষেত্রে আপনি চাকরি পালটাতে পারেন। কিন্তু আজকের প্রয়োজনীয় দক্ষতা সামনের দিনগুলোতে অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে। সুতরাং ‘অনলি লারনিং’ আমাদেরকে পথ দেখাতে পারে।
Subscribe
0 Comments