একজন সাকসেসফুল মানুষ। একইসাথে সেলিব্রেটি। মঞ্চের দিকে এগুচ্ছেন। যেতে যেতে সবার সাথে মুচকি হাসলেন। হাত নাড়লেন। কেমন আছেন টাইপ প্রশ্ন করলেন। কারও কারও নাম জিজ্ঞেস করলেন। মঞ্চে উঠে বক্তৃতা শুরু করলেন। এক ফাকে একটু আগে শুনে মনে রাখা দুই-এক জন মানুষের নামও উচ্চারণ করলেন। মনে হল কত যে আপন তিনি।
হ্যাঁ, আমরা সে লোকগুলোকে পছন্দ করি, যারা তার নামটি সঠিকভাবে মনে রাখে ও সুন্দর করে সম্বোধন করে। সুতরাং বিজনেসের সাথে সম্পৃক্ত মানুষগুলোকে আজীবনের বন্ধু হিসেবে ভাবুন। আলাপে বা গল্পের শুরুতে তাদের সাথে বিজনেস টপিক নয়। ব্যক্তিগত প্রশ্ন দিয়ে শুরু করতে পারি। কিভাবে তার ছুটির দিন ব্যয় হয়, তার বাচ্চারা কোন স্কুলে পড়ে, বাবা-মা কেমন আছেন অথবা তার ফেবারিট খেলাধুলার কথা জিজ্ঞেস করি। মানুষগুলোর সাথে বন্ধুর মত আচরণ করি, আন্তরিকভাবে কথা বলি যেভাবে সেলিব্রেটিরা করে থাকেন ।