আসুন যখন যে কাজটা করি তা উপভোগ করি। আপনি যদি আনন্দ নিয়ে কাজ করেন, কাজটি সুন্দর হবে। কাজ আপনার নিকট বোরিং মনে হবেনা। গল্পটি আমার এক বন্ধুর বলা- ইউনিভাার্সিটির কোন ডিপার্টমেন্টে তার ১ম ক্লাস। শিক্ষক জিজ্ঞেস করছেন, কারা কারা স্ব-ইচ্ছায় সাবজেক্টটি নিয়েছেন। কেউ হাত তুললোনা। তিনি বললেন,তার মানে উপায় নাই দেখে এই সাবজেক্ট নিয়েছেন। ওকে ! আইস্যা যখন পড়ছেন,ভালোবাইস্যা ফেলেন।
অতএব নিরানন্দময় সাবজেক্ট পড়ে আপনি গ্রাজুয়েট হয়েছেন যেভাবে, চাকুরি প্রস্তুতিমূলক নলেজ আহরণ করেছেন যেভাবে, ঠিক সেভাবে সুন্দর আগামী সাজাতে নন-ইন্টারেস্টিং কাজকেও ভালোবাসুন। আর ইন্টারেস্টিং কাজের অপেক্ষায় থাকুন। নিশ্চয় সুন্দর হবে আপনার আগামী। ভালো হয়ে উঠুন বসের কাছে।