আসুন অর্গানাইজড হই। বিশৃংখলভাবে কাজ করে অর্জন করা কঠিন। আমরা অর্গানাইজড হয়ে জন্ম নিইনা। এই স্কিল অর্জন করতে হয়। অর্গানাইজড লোকগুলোর সময়ও নষ্ট কম হয়। আপনার সময় এবং সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে পারবেন যদি আপনি অর্গানাইজড হন। বেটার অর্গানাইজড হতে অধিকতর প্রাইয়োরিটি গুলো ঠিক করুন এবং নজর দিন সেদিকে। কম গুরুত্বপূর্ণ কাজগুলো পরে করুন। সহকর্মীরা চাইবে গল্প করতে, বন্ধুরা সময় চাইবে। কিন্তু আপনার রুটিন আপনি নিয়ন্ত্রন করুন।
Subscribe
0 Comments