তিনি একজন নারী। তিনি একজন মা। তিনি স্বপ্ন দেখেছিলেন একজন লেখক হবেন। ভাবনা অনুযায়ী কাজ। কিচেনে টাইপরাইটার সেট করলেন। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে তার লেখালেখি শুরু হত। তিনি তার প্রতিটা মিনিটা ভালোবাসতেন। বাচ্চারা স্কুল থেকে ফিরে আসলে লেখালেখির ইতি টানতেন তিনি। এভাবে চললো আড়াই বছর।

একদিন রাতে তার হাজবেন্ড তার পাশে বসলো এবং বললো, Honey,I’m sorry, but you’re not bringing in any income । স্বামীর এমন কথা শুনে লেখিকার মনটা বেশ খারাপ হয়ে গেল। নির্ঘুম রাত। নিজের সাথে কথা নিজের কথা চললো। ইশ! সন্তান ও সংসারের পেছনে দেওয়া সময়টা থেকে যদি আরেকটু সময় মিলতো তাহলে আরও বেশি লেখা যেত! স্বপ্নবাদী লেখিকা স্বামীকে বললো আমি সত্যি সত্যিই লেখক হতে চাই । আমার সে সক্ষমতা রয়েছে। তুমি আমার পাশে থাকো। মধ্য রাতে স্বামী লাইট অন করলেন, পাশে বসে স্ত্রীকে অভয় দিয়ে বললেন All right honey, go for it । শুরু হল লেখা। নব উদ্যমে। পৃষ্ঠার পর পৃষ্ঠা। চললো আড়াই বছর। ফেমিলি ট্যুর বাদ গেলো। বাদ গেলো কত সাধ আহলাদ। অবশেষে ত্যাগ, অধ্যবসায় আর হাজবেন্ডের সহযোগিতার জয় হল। ৫বছর পর লেখিকার প্রথম বই বের হল। তারপর তিনি একে একে ১০০ বই লিখে ফেললেন।

এই পর্যন্ত তার ২০০ মিলিয়নের বেশি বই মুদ্রিত হয়েছে। তাকে ক্রিসমাসের অফিসিয়াল গল্পকার বলা হয়। তার গল্প থেকে ৬টি টিভি সিরিজ নির্মিত হয়েছে। তিনি হলেন আমেরিকার বিখ্যাত লেখিকা ডেভিড ম্যাকম্বার। ওয়াশিংটনে বসবাস করেন।

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments