সিলিকন ভ্যালির কোম্পানি ‘Splunk’ এর প্রাক্তন সিইও Godfrey Sullivan । তাকে সিলিকন ভ্যালির অন্যতম আইকন সিইও বলা হয়ে থাকে। সুল্লিভান তার কোম্পানির বেশ প্রবৃদ্ধি এনে দেন। প্রবৃদ্ধির অনেকগুলো কারনের মধ্যে অন্যতম হচ্ছে, ইমপ্লয়িদের প্রোডাক্টিটিভিটি পুরোপুরি বের করে আনার জন্য তিনি পাবলিকলি বা সবার সামনে তাদের ভুল ধরতেননা বরং ভালো ইফোর্টগুলোর জন্য বাহবা দিতেন। যখন তিনি মনে করতেন ইমপ্লয়ির ভুলের গঠনমূলক সমালোচনা করা উচিত, তখন তিনি তাকে ডেকে নিয়ে ওয়ান টু ওয়ান মিটিং করতেন। ব্যক্তিগতভাবে তিনি আলোচনা করতেন ও ভুল শুধরিয়ে দিতেন। এইধরনের কর্পোরেট কালচার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বেশ খ্যাতি অর্জন করেন।
কর্পোরেট অফিসে কেউ কেউ কলিগদেরকে যথেষ্ট পজেটিভ ফিডব্যাক দেননা। এমনকি ক্রিটিসাইজ করার ক্ষেত্রে ভুল অ্যাপ্রোচ ব্যবহার করেন। ভুল করলে অবশ্যই ভুল ধরতে হবে, তবে সেটি উপরোক্ত কৌশল অবলম্বনের মাধ্যমে করা যেতে পারে।
Subscribe
0 Comments