আসুন সন্তানদেরকে কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহ তৈরি করে দিই। এই ব্যাপারে প্রয়োজনীয় পরিবেশের সাথে পরিচিত করাই। সম্প্রতি অনুষ্ঠিত হলো, প্রথম আলোর উদ্যোগে স্কুল-কলেজ ছাত্রদের নিয়ে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। যে ফেইসবুক এর মাধ্যমে আমরা সকলে কানেক্টটেড তার উদ্ভাবক সম্পর্কে আমরা কম- বেশি সকলে জানি। কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে মার্ক জাকারবার্গের আগ্রহের শুরু তার স্কুল জীবন থেকেই। তিনি তার বাবার কাছ থেকে শেখেন এটারি বেসিক ল্যাঙ্গুয়েজ এবং তারপর সফটওয়্যার ডেভলপার ডেভিড নিউম্যানের কাছে প্রাইভেট ক্লাস করেন।
তিনি একটা দামি উপদেশ দিচেছন এইভাবে-’আমার সব বন্ধু যাদের কমবয়সি ভাই-বোন আছে, যারা কলেজ বা হাইস্কুলে যাচ্ছে – আমার এক নাম্বার উপদেশ হচ্ছে, তোমাকে জানতেই হবে কীভাবে প্রোগ্রামিং করতে হয়’।