বাচ্চাদের নিয়ে করা সার্ফ এক্সেলের অ্যাডে একটা ডায়লগ চমৎকার লাগে। কি সেটা? ‘আজ হেরেছি তো কী হয়েছে? কাল জিততেও পারি’। ৫টা ম্যাচ হেরে বাচ্চাদের উপর অভিমান করে কোচ প্রাকটিস করাবেন না বলে ঘোষণা দিলে বাচ্চাদের মন খারাপ হয়। আর তখন এক বাচ্চা ডায়লগটি দেয়। অবশ্যই প্রেরণাদায়ক কথা।


জ্যাক মা বলেন, আপনি যদি হাল ছেড়ে না দেন তাহলে এখনো আপনার সুযোগ আছে, ছেড়ে দেওয়াই হলো সবচেয়ে বড় পরাজয়। জ্যাক যখন আলীবাবা ও আলী পে সার্ভিস শুরু করেন তখন তার ঘনিষ্ঠজনেরা বলতেন তোমার সফল হওয়ার সম্ভাবনা জিরো। সকল ‘না’ চিন্তাকে দূরে ঠেলে তিনি লেগে থাকলেন। আলী পে -এর রেজিস্টার্ড ইউজার এখন ৪০০ মিলিয়ন, লেনদেন হয় প্রতিদিন ১৭৫ মিলিয়নেরও বেশি, যা আমেরিকার মোট জনসংখ্যার চেয়েও বেশি। জ্যাক মা-এর ভালবাসার একটা লাইন হলো “আজকের দিনটি কঠিন, আগামীকাল হবে আরও কঠিন কিন্তু পরের দিনটি হবে সুন্দর, আপনার বেশিরভাগ প্রতিভা আগামীকালকে অতীত হতে দেবেনা” (“Today is hard. Tomorrow will be worse. But the day after that will be beautiful. Most of your talent won’t make it past tomorrow”)

তার মতে -‘চ্যালেঞ্জ আলিঙ্গন করা ব্যবসা শুরুর প্রাথমিক কথা। যখন আমি উদ্যোক্তা হওয়ার জার্নি শুরু করি’ তখন থেকেই এটি শিখেছি।’ ভবিষ্যত সম্পর্কে জ্যাকের এইরূ অধ্যাবসায় এবং আশাবাদী দর্শন এসেছে তার জীবন থেকে যখন তিনি শুধু প্রত্যাখাত হচ্ছিলেন।

2 2 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments