ভাই আপনার ওয়াইফ তো আমার ওয়াইফের নিকট বোনাসের কথা বলে দিয়েছে। আপনি বুঝি এইসব ভাবীর কাছে বলেন। আমি তো কখনও বলিনা। আপনার ওয়াইফ বলছে, ভাবী এবার বোনাস দিয়ে ভাই আপনাকে কি গিফট দিবে। আমি তো অবাক। এটা আবার শুনলো কেমনে। ভাবছিলাম কিছু ঋণ শোধ দিবো। বাচ্চদের স্কুলে ভর্তি করাবো। আর কিছুটা সঞ্চয় করবো। এখন তো পুরো প্লান আউলাইয়া গেল।
সাকসেসফুল বিজনেস লিডারদের পেছনে লাইফ পার্টনারের (স্বামী/স্ত্রী) যথেষ্ট ভূমিকা থাকে। দু’জন মিলে একটা চমৎকার টিম। তার কথা শুনুন এবং বিভিন্ন ইস্যুতে তাকে ধন্যবাদ জানান। তিনি জানেন কোন বিষয়টি আপনাকে সুখী করবে। তিনি আপনার পরিপূর্ণ আস্থা এবং লাইফ কোচ। কোন ড্রেসে আপনাকে ভালো মানাবে? কর্পোরেট প্রেজেন্টেশনে কিভাবে কথা বলবেন, সাউন্ড কতটা উচু করবেন, কখন হাসবেন। রিহার্সালের সময় তাকে সাথে রাখুন। বিজনেস ইস্যুগুলো শেয়ার করুন। সাংসরিক আয়-ব্যয় শেয়ার করুন। তার নিকট থেকেও সুন্দর আইডিয়া আসতে পারে। আশা করা যায় পারস্পরিক শেয়ারের মাধ্যমে সুন্দর সম্পর্কটি আরও বেশি সুন্দর হবে।
Subscribe
0 Comments